শওকত আলী :
চাঁদপুর-লাকসাম রেলপথে ও সকল স্টেশন ফ্লাট ফর্মে রেলওয়ে সেবা সপ্তাহ ২০১৫ উপলক্ষে রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় সেবা দিয়ে ও দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যাত্রীদের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষায় ব্যাপক তৎপরতা বৃদ্ধি করে যাচ্ছেন। এ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ উছমান গণি পাঠান। তার সাথে সহযোগিতা করে যাচ্ছেন রেলওয়ে থানার এসআই মোঃ শহীদ, এএসআই কামাল ও সঙ্গীয় ফোর্স। এছাড়া নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছেন নিরাপত্তা ইনচার্জ মোঃ আমিনুল হক, খোরশেদ আলম ও তার অধীনস্থ্য পহরিরা।
চাঁদপুর-লাকসামের মধ্যে বৃদ্ধমান সকল স্টেশন ফ্লাট ফর্মে পুলিশও নিরাপত্তার বাহিনীর দায়িত্ব পালন করে যাত্রীর নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার্থে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করে চোর-পকেটমার ও ছিন্তাইকারীদের ধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছেন। এতে করে যাত্রীসেবা বৃদ্ধি পেয়ে যাত্রীদের মালামাল বিনষ্ট থেকে রক্ষা পাচ্ছে। তারা নিরাপদে তাদের মালামাল নিয়ে তাদের গন্তব্যে সঠিকভাবে যেতে পারছেন। এছাড়া মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাচ্ছেন। যাত্রীরা জানান, রেলওয়ে সেবা সপ্তাহের মতো সারা বছর আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকী ও নিরাপত্তা জোরদার থাকলে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে স্বস্তিপাবে এবং রেল ট্রেনে যাতায়াতে যাত্রীরা আরো উৎসহ পাবেন বলে তাদের ধারণা। চাঁদপুর কোর্ট স্টেশন, বড় স্টেশনে সেবা সপ্তাহে ব্যাপক তৎপরতা দেখিয়েছেন রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রেলওয়ে পুলিশ এ সপ্তাহ চলাকালী গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চাঁদপুর কারাগারে পাঠিয়েছেন। এ সেবা সপ্তাহে পুলিশ তথ্য কেন্দ্র স্থাপন করে যাত্রী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত সহায়তা দিয়েছেন। এব্যাপারে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গণি পাঠান বলে রেল সপ্তাহ উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় ও যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা, রেলওয়েতে স্বাছন্দে চলাফেরা করার ব্যাপারে টিকেট কালো বাজারীদের দৌরক্তে বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে তৎপরতা অব্যাহত থাকবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।