যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত অভিনেত্রী লুৎফুন নাহার লতা দ্বিতীয় বিয়ে করছেন। দীর্ঘ ১৭ বছরের একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে গত শুক্রবার তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসেন। স্বামী ইহুদি ধর্মাবলম্বী জুইস বংশোদ্ভূত মার্ক ওয়েনবার্গ পেশায় একজন ব্যবসায়ী। মার্ক এর আগে শিক্ষকতায় ছিলেন। স্থানীয় সময় গত ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ফ্লাশিংয়ের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হোটেলে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লতার ঘনিষ্ঠজন ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। গত ১২ জুলাই লুৎফুন নাহার লতার গায়ে হলুদ সম্পন্ন হয়। বাঙালি রীতি অনুসারইে শুক্রবার বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি সকলের কাছে তার সুখী জীবনের জন্য দোয়া কামনা করেন।
বাংলাদশে টেলিভিশিনের জনপ্রিয় ধারাবাহকি নাটক ‘বহুব্রীহি ও ‘এইসব দনিরাত্রি’তে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠনে লুৎফুন নাহার লতা। টিভিতে অভিনয় ছাড়াও তিনি মঞ্চে কাজ করেছেন। নাগরিক-এর সদস্য ছিলেন তিনি। ১৯৯৭ সালে লতা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে বসবাসকালইে সাবেক স্বামী মেজর (অব.) নাসির উদ্দিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতকি জোটের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লুৎফুন নাহার লতা নিউ ইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনে শিক্ষিকা পদে চাকরি করছেন। তাঁর বর্তমান স্বামী মার্ক ওয়েনবার্গ একমাত্র ছেলে সিদ্ধার্থরই স্কুলের শিক্ষক ছিলেন। ছেলের পছন্দ ও ঘটকালিতেই এ বিয়েতে রাজি হয়েছেন লুৎফুন নাহার লতা।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।