কচুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন আমাদের মোকাবেলা করার কোনো প্রয়োজন নেই। তাদের (বিএনপি) এ ধরনের তথাকথিত যুদ্ধ করার মতো শক্তি আছে বলে আমরা মনে করি না। শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দল আগামী ২৪ অক্টোবরের পর লাগাতার আন্দোলনের হুমকি দিলেও তাদের সামর্থ্য প্রসঙ্গে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া প্রমুখ।
আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর আগামী নির্বাচনে ভোট চেয়ে বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন, বিএনপি-জামায়াতের মিথ্যাচারের জবাব দিন।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও স্বাভাবিক সময়ের মতো কর্তৃত্ব থাকবে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সংসদ বহাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে। তবে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপি ২৪ অক্টোবরের পর লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ