শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তিতে ইভটিজিংয়ের অপরাধে ১ যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রমাম্যাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে এ রায় দেওয়া হয়। উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল ওহাব জানান, গতকাল শনিবার দুপুরে চিতোষী বাজার এলাকা থেকে ইভটিজিংয়ের অপরাধে চিতোষী পূর্ব ইউনিয়নের পশ্চিম হাজী বাড়ীর মৃত হাফিজ উল্লার পুত্র রাশেদুল ইসলাম (১৮) কে আটক করা হয়। আটকের পর ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ২০০৯ সালের ইভটিজিং ও যৌন হয়রানী দন্ডবিধি ১৮৬০ ধারায় ইভটিজারকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়।
অভিযোগ সুত্রে জানায়, দীর্ঘদিন যাবৎ ইভটিজার রাশেদুল ইসলাম চিতোষী আর.এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এতে রাশেদের অভিভাবকের কাছে এ বিষয়ে কয়েকবার অভিযোগ করা হয়েছিল। পরে রাশেদকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। গত শুক্রবার রাশেদ এলাকায় এসে ছাত্রীর বাড়ীর মোবাইল ফোনে কল করে অশালীন ভাষায় কথা বলে। পরদিন শনিবার দুপুরে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ীতে ফেরার পথে তার পথরোধ করে রাশেদ (তার) ভিকটিমের গালে চড়-থাপ্পর দেয়। এ বিষয়ে ভিকটিম স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে পুলিশ রাশেদকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।