চাঁদপুর সংবাদদাতা :চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) এম রফিকুল ইসলামের পি এস হিসেবে পরিচিত মতলব দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা খবির হোসেন রনিকে(৪০) সন্ত্রাসীরা কপিয়ে রক্তাক্ত জখমে মারাত্মক আহত করেছে। মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলের কাছাকাছি থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। আটকৃতরা হলো: বাইশপুরের নূরনবী ও সাগর।
তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। তার হামলার কথা শুনে মতলব উত্তর ও মতলব দক্ষিণের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হাসপাতালে ছুটে আসে। জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টার সময় মতলব টিএন্ডটি অফিসের সামনে তাকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। মোবাইলে এ খবর কে বা কারা মতলব দক্ষিণ ছাত্রলীগ নেতা কাকনকে জানায়। এ খবর পেয়ে কাকন দ্রুত ঘটনাস্থলে এসে খবির হোসেনকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে মতলব হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে আশঙ্কাজনক অবস্থায় খবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
যুবলীগ নেতা মোঃ খবির হোসেন রনি হত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছিলেন। ছাত্রজীবন থেকে খবির হোসেন রনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।