কারা সূত্র জানায়, আজ রাত ৭ টার দিকে কাদের মোল্লার স্বজনরা তাঁর সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর পরই তাঁকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সাড়ে ৯টা টার দিকে কাদের মোল্লাকে গোসল করানো হয়। এর পর তওবা কারা মসজিদের ইমাম তওবা পড়ান। উর্ধ্বতন এক কারা কর্মকর্তা বলেন, মঞ্চে নিয়ে যাওয়ার আগে তার দুই হাত পেছনের দিকে নিয়ে বেঁধে ফেলা হয়। এর পর মাথায় পরিয়ে দেওয়া হয় কালো রঙের টুপি, যাকে জমটুপি হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এই টুপি পরা অবস্থায় তাকে এক কারা রক্ষি ধরে নিয়ে যান ফাসির মঞ্চের দিকে। এ সময় ১০-১২ জন কারারক্ষী অস্ত্রসহ তাকে পাহারা দেন। তখন ফাঁসির মঞ্চ ঘিরে ছিলেন ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, কারাগারের উর্ধ্বতন কর্মকর্তরা।
সূত্র অনলাইন