যেসব শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু করবে না তাদের বেতন-ভাতা বন্ধ করে দেয়া হবে
——- শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন
স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন বলেছেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতায় বিশ্বাস করেনা সে সকল প্রতিষ্ঠান থাকার কোনো দরকার নেই সরকারি সুবিধা নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়াসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১:০০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এমন একটি সময় ছিলো যখন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ছিলো না। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একেকটি শিক্ষা-প্রতিষ্ঠানে কম করে হলেও ৫টি কম্পিউটার রয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো কম্পিউটার ল্যাব করে দিয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস চালু করার জন্য বিভিন্ন প্রকার যন্ত্রাদি দিয়েছে। কিন্তু তার পরেও অনেক প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু হয়নি। এটা খুবই দুঃখজনক। এই বছরের মধ্যে সকল শিক্ষা-প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু করবে না তাদের প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধাসহ শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার মানোন্নয়নে ব্যাপক উন্নতি হয়েছে। সরকার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক। কারিগরি শিক্ষার বিষয়েও সরকার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে যুগ্ম সচিব মো. মঞ্জুর রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এস এম আহসান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর সকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিউদ্দিন, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, আক্কাছ আলী একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, প্রমুখ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচাক মোঃ ওয়াহিদুজ্জামান, এনডিসি উজ্জ্বল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে এম. সাইফুল হকসহ জেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।