মিজানুর রহমান রানা
চাঁদপুরের রংধনু সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে রোববার সকালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কালচারাল কর্মকর্তা আবু সালেহ মো. আবদুল্লাহ।
সংগঠনের সদস্য ফরিদা আরফিনের সঞ্চালনায় উপদেষ্টা হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মো. আহসান উল্যাহ, শেখ মহিউদ্দীন রাসেল, বাংলাদেম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মানিক দাস, রংধনু সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তার হোসেন পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৌফিক শাওন। এ সময় বক্তারা বলেন, রংধনু সাংস্কৃতিক সংগঠনটি তাদের সুস্থ বিনোদন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুরে একটি আন্দোলন গড়ে তুলছে। তারা আমাদের পতাকা ও স্বাধীনতাকে সবার সামনে তুলে ধরেছে। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সকালে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে সংগঠনের সদস্যদের নিয়ে একটি র্যালি শহর প্রদণি করে।
সন্ধ্যায় ২য় পর্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমির জাফর। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এ সময় তিনি বলেন, চাঁদপুরের মাটি সাংস্কৃতিক চর্চার জন্য বেশ উর্বর। এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক রীচ। চাঁদপুরের মানুষ খুবই সংস্কৃতিপ্রবণ, আমি আশা করছি এভাবেই তাঁরা সংস্কৃতি চর্চা করে এখানকার সংস্কৃতিকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, সংবর্ধিত অতিথি গীতিকার হিসেবে কবির বকুল, সংগীত পরিচালক হিসেবে শওকত আলী ইমন, কণ্ঠশিল্পী হিসেবে দিনাত জাহান মুন্নী ও কণ্ঠশিল্পী রূপম। এ সময় সংগঠনের প থেকে গুণীজন সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে মরহুম শেখ মুজাফ্ফর আলী, গীতিকার হিসেবে কবির বকুল, সংগীত পরিচালক হিসেবে শওকত আলী ইমন, কণ্ঠশিল্পী হিসেবে দিনাত জাহান মুন্নীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সার্বিক নূরুল্লাহ্ নূরী, বিশিষ্ট আইনজীবী অ্যাড. সাহিদুল হক মজুমদার সোহেল, অ্যাড. বদরুল আলম চৌধুরীসহ চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। সবশেষে সংগঠনের আয়োজনে স্মরনিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।