চাঁদপুর : পবিত্র মাহে রমজানকে পুঁজি করে চাঁদপুরে কাঁচা তরকারির দাম যেন আকাশ চুম্বি। একদিনের ব্যবধানে প্রথম রমজানে প্রতিটি সবজির দাম বেড়েছে ২থেকে ৩গুণ। কালো বেগুণের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়ে বিক্রি হচ্ছে ৮০টাকা কেজি। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি, একদিন আগে যার দাম ছিল ১২০টাকা কেজি। শশা ৪০টাকা থেকে একদিনে বেড়ে বিক্রি হচ্ছে ৬৫টাকা কেজি। এছাড়া প্রতিটি কাঁচা তারকারির দাম ১০থেকে ২০টাকা কেজি প্রতি বেড়ে বিক্রি হচ্ছে। কাঁচা তরকারি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। পবিত্র মাহে রমজানে প্রতিদিন এসব পণ্যের দাম এভাবে বাড়তে থকলে সাধাণ মানুষ দিশেহারা হয়ে পরবে। সরকারিভাবে স্থানীয় প্রশাসনের উপর রমজান উপলক্ষে প্রতিদিন বাজার মনিটরিং করার কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হলেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বাজারদর। বর্তমান সরকারের মেয়াদ শেষের বছরের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্য মূল্য সাধারণ মানুষর ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। কিন্তু কোন ভাবেই বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমতাবস্থায় বাজার মনিটরিং জোরদারসহ প্রতিটি দোকানে ক্রয়-বিক্রয়ের তালিকা টানানো একান্ত প্রয়োজন। যাতে করে মাহে রমজানকে পুঁজি করে কোন অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুত করে মূল্য বৃদ্ধির পায়তারা না করতে পারে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।