রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ইসলামী ছাত্রসেনার মিছিল
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানে ইফতার, তারাবীহ ও সাহ্রীর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরে মিছিল হয়েছে। গতকাল রোববার বাদ আছর জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের শপথ চত্বরে পেঁৗছালে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের। তিনি তাঁর বক্তব্যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্যে বাণিজ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান। এছাড়া রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, ইফতার, তারাবীহ ও সাহ্বীর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি সহ সর্বোপরি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান। মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি কাজী মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মুঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ এএ আমিন সাকী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার হোসেন, অর্থ সম্পাদক নুরুল আলম মামুন সহ জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।