ব্যবসায় কোনো ধরনের অনিয়ম করা যাবে না। রমযান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার অস্থির করতে সচেষ্ট থাকে একদল অসাধু ব্যবসায়ী। এজন্যে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। রমযান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মনিটরিং করবে জেলা মার্কেটিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন সিদ্ধান্তের কথা জানালেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
গতকাল রোববার দুপুরে চাঁদপুুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমযান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মোঃ রেজাউল করিম। রমযানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মতামত ব্যক্ত করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক দেবাশীষ রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, পালবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হক পাটওয়ারী, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, মৎস্য অধিদপ্তরের জরিপ অফিসার মোঃ কাইয়ূম তালুকদার, জেলা প্রাণিসম্পদ (সার্জন) অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা যদি মনে করেন তাদের কোনো পণ্যের চালান আটকে গেছে, অথবা পণ্যের ডেলিভারিতে অনেক সময় লাগবে এবং দ্রুত পেঁৗছাতে প্রশাসনের সহযোগিতা লাগবে, সেটা দিতে আমরা প্রস্তুত আছি। তবে কোনো পণ্য মজুদ করে রাখা যাবে না। কেউ যদি ব্যবসায় অনিয়ম করে তাহলে তাকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, রমযান মাসে ফলের বেশ চাহিদা থাকে। এ সময় কিছু ব্যবসায়ী ফলে ফরমালিন ব্যবহার করে। এদের ব্যাপারেও আমাদের কঠোর অবস্থান থাকবে। মানুষের অধিকার যেনো কোনো অবস্থাতেই ক্ষুণ্ন না হয় সেদিকে সকলকে আন্তরিক থাকতে হবে। সকলের সহযোগিতা থাকলে চাঁদপুরে রমযানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারবো।