বিনোদন ডেস্ক: সঙ্গীত শিল্পী মনির খান এবং রিজিয়া পারভীন। হাজারও শ্রোতা তাদের গানে মুগ্ধ। এবার তারা নতুন ভাবে গান পরিবেশন করেছেন। বিএনপি অঙ্গ সংগঠন জাসাস নেতা সঙ্গীত শিল্পী মনির খান ও রিজিয়া পারভীন সরকার বিরোধী গান গেয়ে খুলনা সার্কিট হাউজ মাঠ জমিয়ে তুলেছেন।রোববার সকাল ১১টা থেকেই মঞ্চে অবস্থান নিয়েছেন জাসাস নেতারা। এ সময় মনির খান ও রিজিয়া পারভীন সরকারের বিপক্ষে লেখা নানা গান পরিবেশ করেন।
এছাড়া ৮০’র দশকের পর্দা কাপানো নায়ক উজ্জল ও বাবুল একটি নাটক পরিবেশন করেন। নাটকে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতিসহ সরকারের নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
দুপুরের কড়া রোদেও হাজার জনতা এসব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে। কিছুক্ষণ পরপরই গান, নাটক থামিয়ে জনগনকে উদ্বুদ্ধ করা হচ্ছে বিএনপি নেতাদের নামে স্লোগান দিতে।
খুলনার সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিলনসহ স্থানীয় খুলনা বিএনপির নেতারা। তারাও এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।