মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবকরা আইডিয়াল কে.জি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম মোঃ আতাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপি’র প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল কাইয়ুম রিপন ও ইউনিয়ন ছাত্রদল আহবায়ক আকতার হোসেন নান্নু’র যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান মাস্টার, স্বদেশ জাগরণ পরিষদের কেন্দ্রিয় সভাপতি মোঃ কামরুজ্জামান সেলিম, উপজেলা যুবদল আহবায়ক শাহ মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপি নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ ফারুক হোসেন মিয়াজী, জেলা যুবদলের সহ সভাপতি আলী হোসেন মন্টু, সহ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মিন্টু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহের দক্ষিণ ইউপি বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, তাফাজ্জল হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউপি বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রশিদ, সূচীপাড়া উত্তর ইউপি বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, চিতোষী পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নুরুল আমীন, সাধারণ সম্পাদক ছেফায়েত উল্যাহ, ইউপি যুবদল যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুমন, ইউপি ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ কবির, উপজেলা ছাত্রদল সদস্য জাকির হোসেন সুমন, ইউপি বিএনপি নেতা বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, রাজপথে রক্ত দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।