স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরের মেঘনা নদীর রাজরাজেস্বর এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে । মঙ্গলবার মতলব উত্তরের এসিল্যান্ড কানিজ ফাতেমার নেতৃত্বে জেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন । এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন গতকাল মঙ্গলবার রাতে জানান, রাজরাজেস্বর এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে । চাঁদপুরের পদ্মা-মেঘনায় দিন-রাত অভিযান চলছে । জেলা প্রশাসন,ম্যাজিস্ট্রেট-মৎস্য বিভাগ,নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে । আগামী ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নদীতে এ অভিযান চলবে ।