নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রশিদ (৫৫)কে গাঁজা বিক্রির দায়ে গতকাল ২৫ সেপ্টেম্বর গাঁজাসহ আটক করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ রাজারগাঁও বাজার ও তার আশপাশের এলাকায় আব্দুর রশিদ গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। প্রতিদিনের ন্যায় গাঁজা বিক্রির চেষ্টা করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী মিয়ার সন্দেহ হলে তিনি তার শরীর তলস্নাশি করেন। তলস্নাশি করে প্রায় ১০০ গ্রাম গাঁজার একটি তৈরি করা পুটলি তার পকেটে পাওয়া যায়। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান হাজীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে থানা হাজতে নিয়ে যায়