কবির হোসেন মিজি
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের মধ্য গুনরাজদিতে রাতের আঁধারে কিস্তিতে ক্রয় করা প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, গত ৩ দিনের হরতালের শেষ দিন মঙ্গলবার রাত আড়াইটার সময় বাড়ির সামনের রাস্তায় রাখা একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দেয়। প্রাইভেটকারটির মালিক মোঃ হারুন শেখ জানান, তিনি গত কোরবানির ঈদের ২ দিন আগে কুমিল্লার সুজন নামে এক ব্যক্তির কাছ থেকে কিস্তিতে ১ লাখ টাকা দিয়ে পুরনো গাড়িটি ক্রয় করেন। এই কিস্তির টাকা পরিশোধের জন্য প্রতি সপ্তাহে আড়াই হাজার টাকা করে তাকে জমা দিতে হয়। ক্রয়কৃত গাড়িটি প্রতিদিন পালবাজার গেট থেকে হাইমচর আলগী বাজারে যাত্রী নিয়ে যাতায়াত করে। গত ৩ দিনের হরতালের কারণে প্রতিদিনের মত গাড়িটি হরতালের আগের দিন রাতে বাড়ির সামনে এনে রাখেন। হরতালের কারণে গাড়িটি বের করা হয়নি। গাড়িতে আগুনের লেলিহান শিখা ও বিকট আওয়াজ শুনে পাশের বাড়ির লোকজন ঘুম থেকে উঠে এসে আগুন দেখে চিৎকার শুরু করে। তাৎক্ষণিক স্থানীয় লোকদের সহায়তায় পানি মেরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরো জানান, আগুনে তার গাড়ির উপরের অংশ, চাকা, ও আয়নাসহ বিভিন্ন অংশ পুড়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান এবং সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান গাজীসহ বেশ কজন গণ্যমান্যকে জানিয়েছেন বলে জানায়।
গাড়িটি পুড়ে যাওয়ায় বড় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
তাদের সাথে এলাকার কারো কোনো পূর্ব শত্রুতাও নেই। তবে কী কারণে কে বা কারা তার গাড়িটি পুড়িয়েছে তিনি তার কিছুই জানেন না।