মোঃ মাইনউদ্দিন ভূঁইয়া রনি :রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ।বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপ্রতি ।রাজনৈতিক মহলে একজন সত্যিকার অর্থেই রাষ্ট্রের ‘পতি’। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আর সব রাজনৈতিক দলের কাছে সম্মানীত একজন ব্যক্তি। বাংলাদেশে এই প্রথম একজন রাষ্ট্রপতি দায়িত্ব পালনরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন।
কে এই জিল্লুর রহমান?
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় তিনি জন্ম গ্রহণ করেন। বাবা মেহের আলী মিয়া ছিলেন ময়মনসিংহ জেলা বোর্ডের সদস্য এবং স্থানীয় বোর্ডের চেয়ারম্যান।
জিল্লুর রহমান ময়মনসিংহ কেবি হাই স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা ইন্টামিডিয়েট কলেজ থেকে ইন্টার মিডিয়েট (আইএ) পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ এবং এলএলবি ডিগ্রী করেন তিনি।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এই সংগ্রামী নেতা।
১৯৪৭ সালেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসেন জিল্লুর রহমান। তখন জিল্লুর রহমান ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র ছিলেন। এসময় ব্রিটিশ শাসন থেকে সিলেটের স্বাধীনতা জন্য প্রচারণা চলছিল। সেই প্রচারণায় জিল্লুর রহমানও অংশ নিয়েছিলেন।
জিল্লুর রহমান ১৯৬২ সালের সামরিক শাসন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৭৯ এর গণঅভ্যুত্থানসহ সকল গণআন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অংশগ্রহণ করেন।
১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন তিনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন জিল্লুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এবং মুক্তিযুদ্ধ চলাকালে ‘জয় বাংলা’ নামে প্রকাশিত মুজিবনগর সরকারের মুখপত্র জয়বাংলা প্রকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন এই নেতা।
জিল্লুর রহমান ১৯৭৩ ও ১৯৮৬ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদেও তিনি সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের উপনেতা হিসেবেও ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে জিল্লুর রহমান দক্ষতা সঙ্গে দলের নেতৃত্ব দেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জিল্লুর রহমান ষষ্ঠবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ১৯তম রাষ্ট্রপতির শপথ নেয়ার আগ পর্যন্ত তিনি জাতীয় সংসদের উপনেতার দায়িত্ব পালন করেন।
(সংগৃহীত)
চাঁদপুর নিউজ সংবাদ