রেটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর সায়েন্স ল্যাবরেটরী সরঞ্জাম বিতরণ ও ডিআরআর অফিসিয়াল ভিজিট
ষ্টাফ রিপোর্টার ॥ আজ ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের যুব সংগঠন রোটার্যক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের পক্ষ থেকে সেনগাওঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সায়েন্স ল্যাবরেটরীর সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন এর হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। সরঞ্জাম তুলে দেন রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর ২০১৭-১৮ রোটাবর্ষের সভাপতি রোটারিয়ান আব্দুল বারি জমাদার মানিক, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ রোটার্যাক্টর জিয়া উদ্দিন হায়দার শাকিল ও রোটার্যক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার্যক্টর মো. সজিব হোসাইন বিজয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এছাড়া রোটার্যক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটার্যক্টর জুয়েল দাস, ট্রেজারার রোটার্যাক্টর মো. আব্দুল আহাদ, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটার্যাক্টর রাজু রায়হান, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ রোটার্যক্টর খলিলুর রহমান, জোন চন্দনার জোনাল রিপ্রেজেনটেটিভ রোটার্যক্টর মো. আবু সালেহ, রোটার্যক্ট ক্লাবের সাবেক সচিব চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ. তামজিদ হোসেন, বর্তমান সচিব রোটার্যাক্টর আশ্রাফুল ইসলাম রনি সহ ক্লাবের অন্যান্য সদসরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সায়েন্স ল্যাবরেটরীর সরঞ্জাম বিতরণের পর রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ রোটার্যাক্টর জিয়া উদ্দিন হায়দার সাকিল চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার্যাক্ট ক্লাবের ডিআরআর অফিসিয়াল ভিজিট গ্রহণ করেন।
চাঁদপুর নিউজ সংবাদ