স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে ক্লাবের দিঘি নিয়ে দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা যাচ্ছে। দিঘিটি সরকারি হলেও এলাকার দু পক্ষের মধ্যে মাছ উঠানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক সংঘর্ষ ঘটে। এ সময় দেলা গ্রুপের লোকজন রেলওয়ে চৌদ্দ কোয়ার্টারের শরীফকে বেদম মারধর করে। শরীফের লোকজন দিঘির পুরো মাছ না উঠিয়ে চিকিৎসার জন্য শরীফকে কুমিল্লায় নিয়ে যান। গতকাল সকালে অ্যাম্বুলেন্সযোগে শরীফ চাঁদপুর এসে লোকজন দিয়ে দিঘির মাছ উঠিয়ে নেন।
স্থানীয় এলাকাবাসী জানান, এই দিঘিটি সরকারি হলেও এখন দু পক্ষই চাচ্ছেন মাছ উঠানোর জন্য। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দু পক্ষের বৈঠকও হয়। কিন্তু এরপরও কোনো গ্রুপই কাউকে ছাড় দিতে রাজি নয়। এ দিঘির মাছ উঠানোকে কেন্দ্র করে যে কোনো সময়ই বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করা যাচ্ছে।