চাঁদপুর সংবাদদাতা॥
চাঁদপুর রেলওয়ে পুলিশ কর্তৃক অজ্ঞাত বৃদ্ব(৭০) এর লাশ উদ্বার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠানের নিদ্দের্শে রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন ফ্লাট ফর্ম থেকে লাশটি উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়,সে সোমবার বিকেল সাড়ে ৫টায় বাধ্যক্য জনিত কারনে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর সময় তার শরীরে সাদা-কালো চেক সাট পরিহিত ও পরনে গোলাপী রংয়ের কাপড় ছিল। রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেন জানান,লাশের সুরুত হাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশের অভিভাবক না পাওয়া গেলে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দাফন করার জন্য হস্তান্তর করা হবে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান বলেন,মৃত ব্যাক্তিটি ধারনা করা হচেছ, ভিভুক হবে। বাধ্যক্য জনিত কারনে সে মারা গেছে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১তারিখ ২১-৮-১৭।