
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়িকে কুপিয়ে আহত করার পর সে বর্তমানে সদর হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। চাদাবাজ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। হামলাকারীরা হামলা করার পর শহরে প্রকাশ্যে ঘুড়াফেরা করায় পুলিশ তাদের আটক না করায় জনমনে মৃ¯্র প্রতিক্রীয়া সৃস্টি হয়েছে। হকার্স মর্কেটের ওয়ার্কসপ মালিক আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলা করার প্রতিবাদে সর্বমহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি পুলিশ সুপার শামসুন্নাহার বরাবর সন্ত্রাসীদের শাস্তির দাবি করে লিখিত অভিযোগ দেন। পুলিশ সুপার সামসুন্নাহার ব্যবসায়ী নের্তৃবৃন্দকে জানায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবার রাত ১০টায় রেলওয়ে হকার্স মার্কেটের পূর্বপাশের আখি মেটালের মালিক মো. আলী মিজিকে কোড়ালিয়া এলাকার রুবেল ঢালী, রাজন, রানা সহ ৪/৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে এসে হামলা চালিয়ে আহত করে। । এব্যাপারে চাঁদপুর মডেল থানায় পুলিশ সুপার সামসুন্নাহারের নির্দেশে আহত মোঃ আলি হোসেন বাদি হয়ে ৪ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত ৪জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার প্রত্যেক্ষদশীরা জানান, ঘটনার দিন রাতে রেলওয়ে হকার্স মার্কেটের পূর্বপাশের আখি মেটালের মালিক মো. আলী মিজিকে কোড়ালিয়া এলাকার রুবেল ঢালী, রাজন, রানা সহ ৪/৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে এসে চাঁদাদাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মো. আলী উপর হামলা চালায়। এতে মো. আলী মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়। তাকে বাঁচাতে আসলে মার্কেটের ব্যবসায়ী দেলু, আরিফ তাদের হামলায় আহত হয়। হামলা কারীরা রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সামনে মফিজ নামের আরেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে।
গতকাল সকালে রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চাঁদপুর হকার্স সমাজ কল্যাণ সমিতির সভাপতি আ. আজিজ খান দুদু, সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ ও আরাফ হোটেলে মালিক রেলওয়ে হকার্স মার্কেটের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু তাকে দেখতে হাসপাতালে যান।
ওয়ার্কসপ মালিকের উপর সন্ত্রাসী হামলায় মালিক সমিতির নিন্দা
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের ওয়ার্কসপ মালিক আলী হোসেন খান (৩৫) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুর আয়রন ষ্টীল ওয়ার্কসপ মালিক সমিতির কার্যকরী কমিটির সকল সদ্যসের পক্ষ থেকে নিন্দা
জানিয়েছেন। বুধবার চাঁদপুর আয়রন ষ্টীল ওয়ার্কসপ মালিক সমিতির নেতৃবৃন্দরা আসামীদের দ্রুর্ত গ্রেফতারের ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। চাঁদাবাজির ঘটনায় বার বার সন্ত্রাসীরা আয়রন ষ্টীল ওয়ার্কসপ মালিকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এদের রুখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। হকার্স মার্কেটের ওয়ার্কসপ মালিক আলী হোসেন খানের উপর যারা হামলা করেছে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া যাবে না। উল্লেখ্য ৩০ নভেম্বর রাত সাড়ে ১০ টায় চাঁদাবাজির ঘটনায় কোড়ালিয়ার রুবেল ঢালী, রাজন,হামিম ঢালী,রানা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আলী হোসেনের উপর হামলা চালায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় তাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আহত আলী হোসেন চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
