শওকত আলী ॥
রেল লাইনে পরে থাকা মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে হাসপাতালে ভর্তি হলো। এ ঘটনা নিয়ে পুরো চাঁদপুর শহর টপ অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠে। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার দুপুর প্রায় ২ টার দিকে শহরের আক্কাছ আলী স্কুল সংলগ্ন এলাকায়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৭৪৬। রেলওয়ে থানার চলতি দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আঃ শহিদ জানান, বাংলাদেশ রেলওয়ের চাঁদপুরস্ত সহকারী স্টেশন মাস্টার সোহেব শিকদার রেলওয়ের সরকারি পেডে এক তার বার্তার মাধ্যমে রেলওয়ে থানাকে অবগত করেন চাঁদপুর-লাকসাম রেলপথের কিঃ মিঃ নং ১৭৫- ৩/৪ এলাকায় অনুমান ৪৫ বছরের এক ব্যক্তির লাশ পরে রয়েছে। রেলওয়ে থানার এসআই সহিদ সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করতে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন অনুমান ৪৫ বছর বয়সের এক মহিলা ক্ষত বিক্ষত অবস্থায় রেললাইনের উপর পড়ে রয়েছে। তাৎক্ষণিক তিনি লাশ মনে করে মহিলাকে সঙ্গীয় ফোর্সের মাধ্যমে তুলতে গেলে সে নাড়া চারা দিয়ে উঠে। তিনি ওই সময় ক্ষত বিক্ষত মহিলাকে সঙ্গীয় পুরুষ ও মহিলা ফোর্সসহ তাকে উদ্ধার করে দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে চাঁদপুর সহকারী স্টেশন মাস্টার সোহেব শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ পথে দায়িত্বরত ওয়েম্যান হুমায়ুন দুপুর ১২ টায় তাকে জানিয়েছে কিঃ মিঃ নং ১৭৫-৩/৪ এলাকায় এক ব্যক্তির কাটা মৃত দেহ রেল পথে পড়ে রয়েছে। তাৎক্ষনিক তিনি লাশটি উদ্ধারের জন্য রেলওয়ের নিয়ম মোতাবেক রেল পুলিশকে তার বার্তা প্রেরন করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মহিলার জ্ঞান ফিরলে সে চিকিৎসককে বলে আমােেক পানি দেও, বিড়ি দেও। খবর নিয়ে জানাযায় অজ্ঞাত মহিলাটি একজন মানসিক রোগ্ ি। সে দীর্ঘদিন যাবত শহরের বাস স্টেশন এলাকায় অবস্থান করত। গতকাল বুধবার সে বাস টার্মিণাল থেকে এক কিঃ মিঃ হেঁটে চাঁদপুর রেললাইনে এসে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে রেললাইনে ক্ষত বিক্ষত অবস্থা পড়ে থাকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।