চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গাইনী বিভাগে ডাক্তারদের অবহেলায় চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাইনী বিভাগের ডাক্তার ফাতেমা বেগম রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহার করার কারণে উত্তেজিত কয়েকজন তাকে একটি রুমে অবরুদ্ধ করে রাখে এবং তার অপসারণের দাবি জানায়। গতকাল সোমবার সকাল ১১টায় সরকারি জেনারেল হাসপাতালের নিচের তালায় গাইনী বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অসহায় হতদরিদ্র রোগীরা চিকিৎসার জন্য সরকারি জেনারেল হাসপাতালে এসে ভর্তি হলে দিনের পর দিন হাসপাতালের বেডে পড়ে থাকতে হয়। গাইনী বিভাগের ডাক্তাররা ঠিক মতো রোগীদের সেবা না দেয়ায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসা দেয়ার জন্য ডাক্তারদের কাছে কিছু বললে তাদের কাছে লাঞ্চিত হতে হচ্ছে। গতকাল সকালে হাজীগঞ্জ উপজেলার টোরাগড়ে মোঃ তৈয়ব আলীর স্ত্রী জাহান আলী বেগম (৬৫) তার গাইনী সমস্যার কারণে মূমুর্ষূ অবস্থায় চাঁদপুরে থাকা তার স্বজনরা তাকে সরকারি জেনালে হাসপাতালে গাইনী বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত গাইনী ডাক্তার ফাতেমা বেগমকে হাসপাতালে না পাওয়ায় তার মোবাইল নম্বরে নূরজাহান বেগমের মেয়ের জামাই ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর ফোন করে সমস্যার কথা বলে।
এসময় ডাক্তার ফাতেমা বেগম তাকে হাসপাতালের বাহিরে রয়েছে বলে জানায় এবং অন্য ডাক্তারকে দেখানোর জন্য বলে। কিছুক্ষণ পর ফাতেমা বেগম গাইনী বিভাগে প্রবেশ করলে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর তাকে দেখতে পেয়ে রোগী নূরজাহান বেগমকে চিকিৎসা দেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু ফাতেমা বেগম উত্তেজিত হয়ে এ রোগী দেখতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় এবং দুর্ব্যবহার করে। এ সময় হাসপাতালের উপস্থিত উত্তেজিত লোকজন ফাতেমা বেগমকে একটি রুমে অবরুদ্ধ করে রেখে হাসপাতালের কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে হাসাপাতালের আরএমও সিরাজুল ইসলাম ও অন্যান্য ডাক্তাররা ঘটনাটি শুনে মিমাংসা করার চেষ্টা করে। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক অনুরোধ করে উত্তেজিত লোকজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ হওয়া ফাতেমা বেগমকে ছাড়িয়ে নিয়ে যায়।
এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ফাতেমার এমন ব্যবহারে তাকে হাসপাতাল থেকে অপসারণ করার জন্য দাবি জানান। ইতিমধ্যে সে আরো অনেক রোগীদের এ রকম দুর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ভুল চিকিৎসায় অনেক নবজাতক শিশুও মার মৃত্যু হয়েছে। ভুক্তভোগী মহল করেন এ রকম অসাধু ডাক্তারদের অপসারণ করে হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করার জন্য ভালো ও দক্ষ ডাক্তার নিয়োগ করলে রোগীরা সঠিক চিকিৎসা পাবে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।