রফিকুল ইসলাম বাবু॥
রোহিঙ্গা সংকট নিরসনে আর্ন্তজাতিক চাপের পাশাপাশি আঞ্চলিক চাপ বজায় রেখে দ্বিপাক্ষিক দিকও খোলা রেখে কাজ কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, আমরা প্রায় ১০লাখ নির্যাতিতা রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। বিশ^ কিন্তু মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করছে। যদিও মিয়ানমার সরকার এ বিষয়য়ে কর্ণপাত করছে না। অবশ্য ধীরে হলেও তাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের সহযোগীতা করে বাংলাদেশ যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আপনি কি চান সেটি নষ্ট হয়ে যাক? এখন যারা আসছেন তারাও কিন্তু একই ভাবে নির্যাতিত। যারা আজো নির্যাতনের ভয়ে পালিয়ে আসছেন আমরা কী তাদের ফিরিয়ে দিতে পারি? আমরা এ মুহূর্তে পারি না। অনুষ্ঠানে সভাপত্বি করেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ। ছয়দিন ব্যাপী এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর একাদশ বনাম কচুয়া একাদশ। খেলায় চাঁদপুর সদর ৬-১ গোলে বিজয় লাভ করে।