চাঁদপুর সদরের ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া, লক্ষ্মীপুর, কমলাপুর, রামদাসদী ও রঘুনাথপুরসহ ৫টি গ্রামের ৫শ’ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতয়ানের উদ্বোধন কার হয়েছে।আজ শনিবার বিকেলে ইউনিয়নের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের জনসভায় বিদ্যুতয়ানের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, বিএনপি- জামাত জোট ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে। তারা ১৩/১৪ সালে ১৫গ মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা যুদ্ধাপরাধীদেরর বিচার বন্ধের জন্য আবার বাংলাদেশকে পাকিস্থান বানানোর চেষ্টা করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্্ে আওয়ামীলীগ সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সরকার সকল জায়গায় নারীদের সুযোগ সুধিা দেওয়া হচ্ছে। এখন অসুস্থ হলে বেশী দুরে যেতে হয় না। বাড়ীর কাছে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে তাতে ৩০ রকমের ওষুধ বিনা মূলে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে শিশুদের জন্য চার রঙ্গা বই দেওয়া হচ্ছে। তাদের স্কুলে পড়তে কোন টাকা খরচ করতে হয় ন। এখন আর বাংলাদেশর মানুষ না খেয়ে মরে না। এখন একজন দিনমজুর দিনে ৫/৬শ’ টাকা রোজগার করতে পারে। যে কয়টি পরিবারের মাঝে বিদ্যুৎ পৌছেনি সেসব পরিবারেও নতুন সংযোগ অচিরেই দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন ২০১৮ সালের মধ্যে সকল পরিবারের কাছে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে।
১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ার্যমান মোঃ সেলিম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ান দেওয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আব্দুল মোতালেব, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ান কবির কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, মুক্তিযোদ্ধা রওশন আলী বেপারী।
বিদ্যুতয়ান শেষে কয়েক হাজার নারীর উপস্থিতিতে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা শাখাওয়াত হোসেন।
উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি,
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।