লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদানকে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র কয়েকজন লোক ‘অপহরণ’ করেছে বলে বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।লিবিয়ার প্রধানমন্ত্রীকে ‘অপহরণ’
লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদান। ফাইল ছবি
লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলির বাসভবন থেকে অস্ত্রের মুখে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের লোক তাকে তুলে নিয়ে গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, আলি জেইদানকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আবার কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জেইদান লিবিয়াতে জঙ্গিবাদ দমনে পশ্চিমা সহায়তার আহ্বান জানান।
বিবিসির নিউজনাইট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, লিবিয়াকে ব্যবহার করে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।