‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষ্যে লুঙ্গি-পাঞ্জাবি পরে আনন্দ করতে রাস্তায় নামেন ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তাকে লুঙ্গি ও পাঞ্জাবি পরে আসতে দেখা গেছে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এটা আমার আগের ঘোষণা ছিল। লুঙ্গি তো আমাদের সংস্কৃতি। লুঙ্গি-পাঞ্জাবি পরে আজ আনন্দ করতে রাস্তায় নেমেছি। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ইট ও বালুর ট্রাক তার বাড়ি সংস্কারের জন্য তিনি নিজেই নিয়েছেন। অন্য সময় না নিয়ে চালাকি করে আজ নিয়েছেন। ডিএমপি নিষেধাজ্ঞা না দিলে সারাদেশে বিএনপি সন্ত্রাস করতো বলেও দাবি করেন ত্রাণমন্ত্রী। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম, উপদফতর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।