লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, বিদ্যালয় পতাকা ও ছাত্রীদের কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বক্তব্যে বলেন, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি ও অবিভাবকদের আন্তরিকার ফলে বিদ্যালয়টি উত্তর উত্তর সামনে এগিয়ে যাচ্ছে। বর্তামানে বিদ্যালয়ের অবকাঠামোগত অনেক উন্নয়ন করা হয়েছে সকলের সহযোগিতায়। এ ধারা অব্যাহত থাকবে আর এর সাথে সাথে অব্যাহত রাখতে হবে ছাত্রীদের ভাল ফলাফল। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের শিক্ষা জীবন থেকেই পরিশ্রমী ও কষ্ঠ সহিষ্ণু হয়ে গড়ে উঠতে হবে। জীবনে ভাল কিছু পেতে হলে কষ্টকে জয় করেই আসতে হয়। কঠিন সাধনার মধ্য দিয়েই সুন্দর ভবিষ্যত জীবন গড়ে ওঠে। শিক্ষার সাথে সাথে ক্রীড়াও চর্চাও চালিয়ে যাবে। ক্রীড়া নিজেকে অবসর সময় কাটামো, সুরাদর ও সুস্থ থাকতে সহযোগিতা করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. এস এম সহীদ উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের দাতা সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীল সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, বিদ্যালয়ের অবিভাবক সদস্য জাহিদুল ইসরাম ভূঁইয়া, মহিলা কাউন্সিলর আয়শা রহমান, লেডী দেগলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আব্দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাবীবুর রহমান, হাজী বজলুর ও শ্যামল সরকারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান ও গীতা পাঠ করেন সুর্বনা দাস। শপথ বাক্য পাঠ করান নন্দিতা দাস।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।