
লোভে পড়ে সব হারালেন খুরশিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। প্রতারক চক্রের প্রলোভনে পড়ে নগদ দেড় হাজার টাকা ছাড়াও গলার স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় অর্ধলক্ষ টাকার সম্পদের বিনিময়ে পেলেন প্রতারক চক্রের দেয়া নকল একজোড়া হাতের বালা। ঘটনাটি গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে ঘটে। এ ব্যাপারে প্রতারণার শিকার ওই গৃহবধূ ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
খুরশিদা বেগমের ছেলে মহসিন জানান, বুধবার সকালে তার মা উপজেলার দত্তশোল্লা থেকে সিএনজি অটোরিঙ্াযোগে ফরিদগঞ্জে আসছিলেন। পথিমধ্যে যাত্রী বেশে উঠা তিন যাত্রী তার সাথে কথা বলার ফাঁকে তাদের কাছে নগদ অর্থ নেই বলে তাদের কাছে থাকা স্বর্ণের এক জোড়া হাতের বালা বিনিময় করার প্রস্তাব দেন খুরশিদা বেগমকে। তাদের প্রলোভনে পা দিয়ে তিনি ওই এক জোড়া বালার পরিবর্তে নগদ দেড় হাজার টাকা, এক জোড়া কানের দুল ও গলার স্বর্ণের চেইন বিনিময় করেন। পরে তিনি ফরিদগঞ্জ বাজারে নেমে স্বর্ণের দোকানে গহনাগুলো পরীক্ষা করতে গিয়ে প্রতারিত হন বলে বুঝতে পারেন। এর ফাঁকে সটকে পড়ে প্রতারক চক্র। পরে তিনি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এস আই তাজউদ্দিন জানান, সিএনজি অটোরিঙ্া যেখানে থেমেছে তার সামনের হোটেল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। প্রতারকদের ধরার চেষ্টা চালাচ্ছেন।