ফরিদগঞ্জ:
আবারো ফরিদগঞ্জের লোহাগড়ে হিন্দু জমিদারদের হাজার বছর আগে প্রতিষ্ঠিত মঠ থেকে প্রত্বতত্ত্ব সম্পদ চুরি কেন্দ্র করে এলাকায় তোলপাড় চলছে। জানা গেছে, গত ১৯ জুন রাতে লোহাগড়ের তিনটি মঠের মধ্যে সবচেয়ে বড় মঠটির অগ্রভাগে চারপাশে যে ক’টি কলস ছিল তা কে বা কারা রাতের অন্ধকারে ভেঙ্গে নিয়ে গেছে। কলসের ভেতরের অংশে কষ্টি পাথর কিংবা দামি সম্পদ থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। যার মূল্য কোটি টাকা।
হাজার বছর আগে হিন্দু জমিদারদের প্রতিষ্ঠিত এ মঠগুলো পরিত্যক্ত থাকায় এক শ্রেণির বখাটেরা মাঝে মধ্যে প্রত্বতত্ত্ব সম্পদের আশায় মঠগুলো ভেঙ্গে ফেলে। বর্তমানে চুরি হয়ে যাওয়া কলসগুলো নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
উল্লেখ্য, বছরখানেক আগে একটি কষ্টি পাথরের মূর্তি স্থানীয়রা পাওয়ার পর পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সম্পদগুলো আসল কি-না রহস্যময় কারণে এলাকাবাসী তা আজও জানতে পারেনি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।