হাইমচর: চাঁদপুরের হাইমচরের উপজেলার মধ্যচর এলাকায় বুধবার সকালে কালবৈশাখী ঝড়ে তিনটি গ্রামের শতাধিক ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।
ঝড়ে ঘড়বাড়ি ভেঙে পড়ার সময় ঘরে থাকা নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত আমিন ঢালী, ইয়াছিন মাঝি, রহিমা বেগম, শান্তা বেগম বলেন, “কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়। এখন আমরা ঘরবাড়ি হারা, সমস্ত গ্রাম ছিন্ন ভিন্ন হয়ে আছে।”
জানা যায়, ক্ষতিগ্রস্ত মানুষজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আহমেদ রতন জানান, সকালে বয়ে যাওয়া ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে মানুষ জনের ঘরবাড়িসহ ব্যবহৃত জিনিস পত্রের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ির সঙ্গে কৃষি ফসলাদীর ক্ষতি হয়েছে। বিশেষ করে সয়াবিন ফসলের ক্ষতি সবচাইতে বেশী।
ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত মানুষজনকে সহায়তার জন্য সরকারের জরুরি সাহায্য কামনা করেছেন।