স্টাফ রিপোর্টার:
দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুরের সুপরিচিত ব্যক্তিত্ব, মতলব উত্তরের কৃতি সন্তান আলহাজ্ব এ কে এম শফিক উল্যা সরকারের রুহের মাগফিরাত কামনায় সোমবার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া অনুুিষ্ঠত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আঃ ছোবহান।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোঃ শাহজাহান শিকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাবেক মহাসচিব প্রকৌশলী মিয়া মোঃ কাইয়ুম, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, চাঁদপুর শহর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, সমাজসেবক আহসান হাবীব কানু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, কালিপুর কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হোসাইন মোঃ ইয়ছিন, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, দৈনিক চাঁদপুর প্রবাহের উপদেষ্টা সম্পাদক ডা. মোঃ মিজানুর রহমান খান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী আঃ কাদির বেপারী, শরীফ মোঃ আশরাফুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ চৌধুরী বারী সোহেল, কালিপুর কলেজের গভর্নিংবডির সদস্য বশির আহম্মেদ বাচ্চু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, সমাজসেবক মঞ্জু মাঝি, সমাজসেবক শহীদ উল্যাহ চৌধুরী, জাফরিন চৌধুরী, মতলব উত্তর উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি রাসেল আহম্মেদ ফয়েজ শাহিন চৌধুরী, ষাটনল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার, ষাটনল ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিম টিটু, ষাটনল ইউপি সদস্য ও আ’লীগ নেতা মোঃ নাছির উদ্দিন, সমাজসেবক মফিজুল ইসলাম সরকার মোহন, মোঃ আমান উল্যাহ সরকার, ষাটনল ইউপি সদস্য হারুন অর রশিদ, মোঃ জাহান উল্যাহ সরকার, যুবলীগ নেতা আঃ হান্নান, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সসদস্য মোঃ কামাল হোসেন খান, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমামগণ ও এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লীরা এ কে এম শফিক উল্যা সরকারের কবর জিয়ারত করেন। পরে শুভাকাঙ্খীরা মরহুম এ কে এম শফিক উল্যাহ সরকারের সহধর্মিনী ও মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তারের সাথে সাক্ষাত করে তাকে সমবেদনা জানান এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করেন। এসময় মরহুম এ কে এম সফিক উল্যা সরকারের ছোট ভাই ষাটনল ইউপি চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যা সরকার, শফিক উল্যা সরকারের তিন ছেলে নিলয়, তনয় ও অনয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম শফিক উল্যা সরকার ইন্তেকাল করেন। ওইদিন চাঁদপুর ও মতলব উত্তরে তিন দফা নামাজে জানাযার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।