ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় পবিত্র শবে বরাত উপলক্ষে সেমিনার
শবে বরাতকে যারা বেদাআত বলে তারা বেদাআত বুঝে না, হাদিস সম্পর্কেও অজ্ঞ
মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা পেশ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মমিনুল ইসলাম খান, প্রধান ফকীহ মাওলানা ইকবাল হোসাইন, মুহাদ্দেস মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা শোয়াইব।
ড. মাহবুব তাঁর প্রবন্ধে ১১খানা তাফসীর ও ৪০ খানা হাদিসের কিতাবের রেফারেন্স উল্লেখ করে প্রমাণ করেন শবে বারাআত উদ্যাপন প্রিয় নবীজী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম, মুহাদ্দেসীন, ওলী-আউলিয়াগণের বাস্তব আমল থেকে প্রতিষ্ঠিত। যারা এ নেক কাজ থেকে আল্লাহর বান্দাদের দূরে সরিয়ে মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে তারা আর যাই হোক মুসলমানদের বন্ধু হতে পারে না। যারা এ অনুষ্ঠানকে বেদাআত ফতোয়া দেয় তারা বেদাআতও বুঝে না, হাদিস সম্পর্কেও অজ্ঞ। তাই বিভ্রান্ত না হয়ে আমাদেরকে এ পবিত্র রজনীতে আল্লাহর ইবাদত ও প্রিয় নবীজীর সালাত-সালামের মধ্যে মশগুল থাকতে হবে। পরিশেষে মিলাদ-কেয়াম ও মাওলানা মহিউদ্দিন কাজীর মুনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।