স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা ষ্টেডিয়ামের সাথেই আউটার ষ্টেডিয়াম। এই ষ্টেডিয়ামে জাতীয় পর্যায়ের কোন খেলধুলার আয়োজন করা হয় না। মাঝে মধ্যে আন্ত স্কুল, মাদ্রাসা পর্যায়ের ও বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকা ও সেখানকার আশপাশের যুবকরা সারাদিনেই বিভিন্ন খেলাধুলায় ব্যাস্ত থাকে। এর ফাকে শহরের বিভিন্ন স্থান থেকে আগত মাদক সেবীরা এ স্থানটি নিরাপদ দেখে প্রতিদিন এসে নিয়মিত মাদক সেবন করে এবং তাদের কার্যকলাপ চালিয়ে যায়। বর্তমানে এই ষ্টেডিয়ামটি মাদক সেবীদের স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে। এখানে মূল ষ্টেডিয়ামের গ্যালারীর নিচে বেশ কয়েকটি দোকান নির্মান হয়েছে। দোকানগুলো অধিকাংশ সময়ই বন্ধ থাকে। আবার কিছু দোকানের নির্মান কাজ হচ্ছে। সেই দোকানগুলো ফাকা রয়েছে। এই মাদকসেবীরা এখানে বসেই বিভিন্ন ধরনের মাদক সেবনে লিপ্ত থাকে। কারণ তারা যখন মাদক সেবন করে তাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো কেহই থাকেনা। সকলেই খেলধুলায় ব্যাস্ত থাকে। তারা বেশীর ভাগ সময় বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে অবস্থান করে। পুলিশ প্রশাসনও কোখনই ওই স্থানটিতে তেমন আসতে দেখা যায় না। তাই তারা এই স্থানটি নিরপাদ মনে করে তাদের কাজ চালিয়ে যায়। তাদের করনে এই এলাকার আশপাশের যুব সমাজ যে কোন সময় তাদের সাথে মিশে নষ্টের পথে চলে যেতে পারে। বর্তমানে চাঁদপুরের পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে স্বচ্ছার রয়েছে। প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের শহরের বিভিন্ন স্থান থেকে আটক করে আইনের কাছে সোপর্দ করছে। অথচ এই স্থানটিতে প্রতিনিয়ত একটি চক্র তাদের মাদক বিক্রি ও সেবন চালিয়ে যাচ্ছে। তাই এখনই যদি এ সকল মাদক সেবনকারীদের বিরুদ্ধে নজর না দেয় এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এক সময় শহরের আউটার ষ্টেডিয়ামটি মাদক সেবীদের আস্তানায় পরিনত হবে। যুব সমাজ তখন আর এখানে এসে নিরাপদে খেলাধুলা করতে পারবে না। দিনের বেলায় কলেজ ও স্কুল পড়–য়া ছাত্র ছাত্রীরা এ আউটার ষ্টেডিয়ামে ঘুরতে আসলে এই মাদক সেবীরা তাদের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়ার বহু ঘটনা ঘটেছে। এরা পুলিশ প্রশাসনের চোখকে ফাকি দিয়ে প্রতিনিয়তই এ স্থানটিতে জড়ো হয়ে তাদের সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানের জানা যায়, আউটার ষ্টেডিয়ামটির পাশেই মাদ্রাসা রোডে বেশ কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে এসে বাসা ভাড়া নিয়ে নিরাপদে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী পুলিশ প্রশাসন যেন এখনই এদের বিরুদ্ধে কঠোর নজরধারীর ব্যবস্থা নেয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।