শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুরে শহরের আল-আমিন স্কুল এন্ড কলেজের ভিতরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৩ শিক্ষার্থীকে সংঙ্গবদ্ধ সহপাঠীরা কুপিয়ে রক্তাত্ত জখম করেছে বলে আহতদের সূত্রে জানা গেছে। মঙ্গলবার দুপুর ১টায় সিনিয়র জুনিয়র দাবী নিয়ে স্কুলের ভিতরে পূর্ব পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেঃ শহরের গুয়াখোলা এলাকার মোঃ হাসান গাজীর ছেলে মোঃ রিয়াম (১৬), জোড়পুকুর পাড় এলাকার আবুল খায়েরের ছেলে আসিফ আহম্মেদ রিয়াজ (১৬) ও পালপাড়া এলাকার মাহমুদুল হাসান রিয়াদ (১৭)। শিক্ষার্থীরা আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
বর্তমানে আহত শিক্ষার্থীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলামিন স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র রিয়ামের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
আহতরা ও মাসুদুল হক নামে এক বন্ধু জানায়, আল-আমিন স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র ফয়সাল ও নবম শ্রেনীর আরেক ফয়সালের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে বাক বিতন্ডা সৃষ্টি হয়। ১০ম শ্রেনীর ফয়সালের বন্ধু হাসান আলী স্কুলের ছাত্র পালপারা এলাকার রিয়াদ ও তার সহযোগীরা ঘটনার দিন দুপুরে পূর্বে উৎ পেতে থেকে ছোট ফয়সালের বন্ধু রিয়ামকে ধাওয়া করে। এসময় রিয়াম দৌড়ে স্কুলের ভিতরে মসজিদে গিয়ে ভাইস প্রিন্সিপাল মুরাদ স্যারের কাছে গিয়ে আত্বরক্ষা করার চেষ্টা করে। এসময় রিয়াদ চাইনিজ কুড়াল দিয়ে রিয়ামকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে ছোট ফয়সালের গ্রুফ ধাওয়া করে রিয়াদকে ধরে মারধর করে। এ ঘটনায় দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ায় আসিফ আহম্মেদ রিয়াজ আহত হয়। শিক্ষাঙ্গনে এখন সন্ত্রাসী কার্যক্রম ঘটার কারনে ছাত্র ও অভিবাবকদের মাঝে আতংক ছড়িয়ে পরেছে।