ফাহিম শাহরিন কৌশিক খান
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ফাঁসির রায় বহাল রাখায় চাঁদপুরে জামায়াত শিবির ব্যাপক তান্ডব চালিয়ে জনমনে আতংক ছড়িয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের চিত্রলেখা মোড় থেকে বিপনিবাগ পর্যন্ত বেশ কয়েকটি দোকান পাট ও জিএনজি, অটোরিক্সা ভাংচুর করে। এ সময় তারা সরকারি কলেজ গেইটের সম্মুখে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৫ থেকে ২০ জন জামায়াত শিবিরের কর্মী লাঠি সোটা ও ককটেল নিয়ে মমিন পাড়াস্থ জিয়া হোস্টেলের ভেতর থেকে বের হয়ে চিত্রলেখা মোড় সংলগ্ন কম্পিটার বাজারের সামনে বেশ ক’টি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালিয়ে কলেজ গেইটের সামনের দোকানপাট ভাংচুর করে। এ সময় তারা ২টি ককটেল বিস্ফোরণ করে রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে বিপণীবাগ হয়ে প্রফেসরপাড়া রোডে চলে যায়। দোকানদাররা জানায়, জামাত-শিবির কর্মীরা এভাবে প্রায় প্রতিদিন সন্ধ্যার পরে আকস্মিকভাবে এসে গুপ্ত হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় তারা নারায়ে তাকবির বলে শ্লোগান দিতে দিতে অটোরিক্সা ও সিএনজি ভাংচুর করে ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। টহলরত পুলিশ ঘটনাস্থলে এসেই কাউকেই পায়নি। এদিকে কাদের মোল্লা ফাঁসির কার্যকর হওয়ার ঘটনায় বিজিবি, পুলিশ অন্যান্য সংস্থার সদস্যরা শহরের প্রধান প্রধান সড়কে ব্যাপক তল্লাশি চালায় ও সতর্কবস্থায় রয়েছে।