চাঁদপুর শহরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল রাতে পুলিশ ওই এলাকার স্টাফ কোয়ার্টার থেকে ৪৫ বছর বয়সী শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, রাত ৯ টায় এক পথচারী ওই এলাকায় গেলে চিৎকার দিয়ে উঠেন লাশ দেখে। পরে আশেপাশের গাড়ির চালক ও এলাকার লোকজন মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মডেল থানায় এসআই প্রদীপ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করেন।
এসআই প্রদীপ জানান, ময়না তদন্তের জন্য আমরা লাশ থানায় নিয়ে যাচ্ছি। জানা গেছে লোকটি রাজমিস্ত্রীর কাজ করতেন।