চাঁদপুর শহরের বিটি রোড এলাকায় জমি বিক্রয়কে কেন্দ্র করে দু� গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছে ৭জন। আহতরা হচ্ছেন : জেলা ছাত্রলীগ নেতা মোঃ কবির চৌধুরী (৩৩), ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল (২০), হাছনাত (২০), লিটন চৌধুরী (২৫), মিলন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)। এদের মধ্যে গুরুতর ক�জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার ওই এলাকার ফেরদৌস গাজীর সাথে জমি বিক্রি নিয়ে প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় কাউন্সিলরের দায়িত্বে বিষয়টি সুরাহা হওয়ার কথা হয়। ওইদিন জমির প্রকৃত মালিক জয়নাল গাজীর ছেলে হাসানাত ফেরদৌস গাজীর লোকদের হামলায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। তাকে উদ্ধার করে লিটন চৌধুরী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকেও মারধর করে ফেরদৌস গাজীর লোকজন। ওই ঘটনার জের ধরে গতকাল রোববার আবার পরিকল্পিতভাবে কবির চৌধুরীসহ সঙ্গে থাকা লোকদের উপর হামলা করে মিলনসহ আরো ৩জন।
আহত কবির চৌধুরী জানান, সিএনজি স্কুটারযোগে এসে মিলনের নেতৃত্বে আরো ৩ যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেল, হাছনাত ও লিটন দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়। হামলাকারীদের স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে ফেরদৌস গাজীর লোকজন পানি উন্নয়ন বোর্ড অফিস এলাকায় পুলিশের সামনেই দেশীয় অস্ত্রশস্ত্রসহ কবির চৌধুরীর লোকদের ধাওয়া করে হামলা চালায় বলে এলাকাবাসী জানায়।