মিজান লিটন ॥
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের বিষ্ণুদী মাদ্রাসারোডে হালকা বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। মনে হয় যেন ওই এলাকায় বন্যার রূপ ধারণ করেছে। এতে করে ওই এলাকার জনগণের মারাত্বক দূর্ভোগ পোহাতে হয়। মাদ্রাসা রোডের আবুলের দোকানের মাথ থেকে সড়ক ও জনপদ অফিস পর্যন্ত বেশ কয়েকটি মেনহল রয়েছে। এর অধিকাংশগুলোই ভাঙ্গা ও নাজুক অবস্থা। এর কারনে পানি জমে থাকায় প্রায় সময়ই চলাচলরত যানবাহন মারত্বক দূর্ঘটনার স্বিকার হয়।
এলাকাবাসী জানায়, কয়েকদিনের বৃষ্টিপাতে এ এলাকায় পানি জমে রয়েছে। এলাকার অধিকাংশ বাসা বাড়িগুলোতে পানি ঢুকে পড়ে। তখন এ সমস্ত বাসাবাড়ির পরিবারগুলো তাদের শিশু সন্তানদের নিয়ে মারাত্বক আতংকে থাকতে হয়। তারা জানায়, এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিষ্ণুদী মাদ্রাসার পিছনের বেশ কয়েকটি বাসা বাড়ি নিচু হওয়ায় সেখানে বসবাসরত পরিবারগুলোর অবস্থা আরো ভয়াবহ, সব সময় তাদের বাসা বাড়িতে পানি জমে থাকে। তাদের দাবী পৌর কর্তৃপক্ষ এই মূহুর্তে এই পানি সড়ানোর ব্যবস্থা এবং এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার দ্রুত গতিতে করা উচিত। তা না হলে এই দূর্ভোগ সব সময় লেগেই থাকবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।