শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড ও শপথ চত্বর এলাকায় অটো রিক্সা ও সিএনজি ষ্ট্যান্ডের কারনে জনদূভোর্গ চরমে ওঠেছে। ব্যস্ততম এলাকায় ষ্ট্যান্ড থাকায় প্রতিদিন ছোট-খাট দূর্ঘটনা অহরহ ঘটছে। এছাড়া রাস্তার উপর ষ্ট্যান্ড থাকায় প্রতিদিন এ ব্যস্ততম সড়কগুলোতে যানজট লেগেই থাকে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন যানজট থাকার কারনে পথচারী ও লঞ্চ-ট্রেনের যাত্রীদের চরম দূভোর্গে পরতে হয়।
চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় চাঁদপুর টাওয়ারের সামনে সিএনজি ষ্ট্যান্ড স্থাপন করে যাত্রীদের উঠানামা করার কারনে দীর্ঘ যানজট সৃষ্টি হয় প্রতিদিন। দায়িত্বরত ট্রাফিক পুলিশ এ সিএনজি ষ্ট্যান্ডের প্রতিটি সিএনজি থেকে ১০ থেকে ৩০ টাকা নিয়ে তাদের পকেট ভাড়ি করছে। এতে করে ট্রাফিক পুলিশকে চাঁদা প্রদান করায় অনেকটা নিজেদের খেয়াল খুশি মতো ড্রাইবাররা যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করছে। এদিকে জিএম সেনগুপ্ত রোডের রুপশী মার্কেটের সামনে থেকে পূরবী মার্কেটের সামনের রাস্তার উপর অটো রিষ্কার ষ্ট্যান্ড বসিয়ে যাত্রীদের উঠানামা করার কারনে সেখানেও যানজট বেড়েই চলছে। আর এই অটো রিষ্কার ষ্ট্যান্ড থেকে এলাকার কয়েকজন যুবক চালকদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা হাতিয়ে নিচ্ছে। এ অসহনীয় যানজট থেকে মুক্তি পেতে ভুক্তভোগিরা এ ভাসমান অটো সিএনজি ষ্ট্যান্ড উঠিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে। যাতে করে চাঁদপুরবাসি যানজট থেকে রেহাই পেতে পারে।