শাহরিয়ার খান কৌশিক ॥
শহরে ইদানিংকালে ছিনতাইকারি চক্ররা কিশোরী সুন্দরী মেয়েদের ছিনতাই কাজে ব্যবহার করে আসছে। তারা দেহব্যবসার অন্তরালে প্রতিদিন অসহায় যুবকদের প্রলোভনে ফেলে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চালাচ্ছে। তেমনি সোমবার সন্ধ্যায় বাক প্রতিবন্ধী যুবকের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেওয়ার চেষ্টা কালে স্থানিয়রা ২ কিশোরী পতীতাকে আটক করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে মডেল থানার এএসআই কালীবাড়ী রেল ষ্টেসন থেকে ছিনতাই ও অনৈতিক কাজের অভিযোগে ২ পতীতাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বড় ষ্টেসন কবরস্থান রোডের হযরত আলীর বাসার ভাড়াটিয়া আছমা আক্তার ও পুরান বাজার লোহার পুল এলাকার স্মৃতী আক্তার । জানাযায় আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত হয়ে দীর্ঘদিন শহরে দেহব্যবসার অন্তরালে এ ধরনের অনৈতিক কর্মকান্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলছে। পুলিশ তাদেরকে আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে বলে জানাযায়।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।