স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েণ্ট শপথ চত্ত্বর, ওয়ান মিনিট মোড়, পালের বাজার, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় যানজট মুক্ত রাখতে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের উদ্যোগে ও ট্রাফিক পুলিশের ইনচার্জ আঃ রহমান খান এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার তত্ত্বাবধানে রমজানের শুরু থেকেই জেলা স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা একযোগে কাজ করে যাচ্ছে। যার ফলে ব্যস্ততম এই সড়কগুলোতে এখন যানজট নেই বললেই চলে। সাধারণ দিনে যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে সেখানে রমজানের এই ব্যস্ততম সময়ে যানজট মুক্ত রাখায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রতি বছরই দেখা যায়, ঈদের মৌসুমে চাঁদপুর জেলার বাইরে থেকে প্রায় কয়েক হাজার রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজিতে শহরের রাস্তা সয়লাব হয়ে যায় এবং যত্রতত্র থামিয়ে যাত্রী উঠানামা করায় পথচারীদের ভোগান্তির সৃষ্টি হয়। সে থেকে লেগে থাকে দীর্ঘ যানজট। যার ফলে ট্রাফিক পুলিশদের পক্ষে তা সামাল দেয়া কঠিন হয়ে পরে। এ যানজট থেকে উত্তরণের লক্ষে জেলা স্কাউটস্-এর কমিশনার অজয় ভৌমিক ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের একান্ত প্রচেষ্টায় এই রমজানে যানজট মুক্ত রাখতে স্কাউটস এবং রোভাররা দায়িত্ব পালন করে।
পহেলা রমজান থেকে শুরু করে ঈদের ৪দিন পর পর্যন্ত দু’ শিফটে ১৫জন করে ৩০ জন সদস্য কাজ করবে বলে জানা যায়। শিফট ইনচার্জ মাসুদ দেওয়ান জানান, রোভার এবং স্কাউটস্ সদস্যরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের যানজট মুক্ত রাখতে কাজ করে যাবে। এজন্য সকল যানবাহনের মালিক ও চালক এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করছেন।