চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুর শহর ও শহরতলীর আশপাশের ছোট বড় হোটেল গুলোতে প্রতি পিচ ইলিশ মাছ ৭০টাকার স্থলে বর্তমানে ১শ’ ৫০টাকা বিক্রি করে ক্রেতা সাধারণকে ঠকিয়ে হোটেল মালিকরা বড় অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে গুরে দেখা যায়, শহর ও শহর তলীর বিভিন্ন হাট বাজারে বিগত দিনে প্রতিপিচ ইলিশ মাছ শহরের হোটেল গুলোতে ৭০টাকা থেকে ৮০টাকায় বিক্রি হতো। শহরতলী ও গ্রামগঞ্জের হোটেলগুলোতে ৫০টাকায় প্রতিপিচ ইলিশ বিক্রি হতো। গত ২৫ সেপ্টেম্বর হতে ৫অক্টোবর ১১দিন প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ করার পর হতে হোটেলগুলোতে ইলিশ মাছ দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে। শহর এলাকার বড় বড় হোটেল ও রেস্তোরায় প্রতিপিচ ইলিশ মাছ ১শ’২০টাকা থেকে ১শ’৫০টাকা মূল্যে বিক্রি করছে। এছাড়া শহরতলীর হোটেল গুলোতে প্রতি পিচ ইলিশ ১শ’ থেকে ১শ’ ২০টাকা মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাম গঞ্জের হাট বাজারে প্রতিপিচ ইলিশ মাছ ৮০টাকা থেকে ১শ’ টাকা মূল্যে বিক্রি করে ক্রেতা সাধারণকে মারাত্মকভাবে ঠকানো হচ্ছে। অপরদিকে হোটেল মালিক নিজেরা বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়ে নিজেরা লাভমান হচ্ছে। কিন্ত এ ১১দিন ইলিশের মূল্য পূর্বের চাইতে অনেক কম দামে হোটেল মালিকরা কিনছে বলে এক জরিপে দেখা গেছে। এ ব্যাপারে একাধিক হোটেল মালিকের সাথে যোগাযোগ করলে তাদের ভাষ্য জানতে চাইলে তারা বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ মাছ বেশী দাম দিয়ে কিনতে হচ্ছে বলে তারা পূর্বের চাইতে বাড়িয়ে ইলিশ মাছ বিক্রি করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ