শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সহ-সভাপতি ডা. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মাষ্টার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাইফুল করিম মিনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ডা. মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিজানুর রহমান মিলন, মোঃ আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য মোঃ স্বপন, শেখ ফরিদ বতু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ মৃধা, উপজেলা যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ কামরুল হাসান লিটন, পৌর যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান নয়ন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল আলম মামুন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ মহিন উদ্দিন, মোয়াজ্জম হোসেন শিপন, ছাত্রদল নেতা মোঃ কাউছার আলম, মোঃ আরিফ হোসেন লিটন, শরিফুল ইসলাম, মোঃ রাজু পাটওয়ারী প্রমুখ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে যুবদলকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও আন্দোলন সংগ্রামের সাথে জড়িত থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করে একটি সুসংগঠিত যুবদলের কমিটি উপহার দেওয়া হবে।