স্টাফ রিপোর্টার ॥ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায়। গতকাল চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে মাদরাসার মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে এই মাদরাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন হয়ে আসছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে বাজারের ব্যবসায়ী, মাদরসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি হয়ে আসছে। আমি আশা করি আগামীতে ও এই ধারা অব্যাহত রাখবে শাহতলী কামিল মাদরাসা। আর এলাকাবাসীর উদ্দেশ্য বলতে চাই এই মাদরাসার শিক্ষাগত মান ধারাবাহিক ভাবে অনেক অগ্রগতী হচ্ছে । আপনারা আপনাদের সন্তানদের এই মাদরাসায় ভর্তি করে মাদরাসার উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হবেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে এবং কামিল শিক্ষার্থী ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ শাকুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদরাসার দ্বিতীয় মোহাদ্দেস মাওলানা আক্তার হোসাইন, প্রভাষক আব্দুল মান্নান , আরবি প্রভাষক মো: হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম, , সাবেক শিক্ষার্থী মো: নাছির উদ্দিন, মো: মহিউদ্দিন, বর্তমান শিক্ষার্থী মো: জোবায়ের হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল বাসার খান, মাওলানা হাফেজ, ইব্রাহিম মেম্বার, মো: নাছির তপদ্দার, সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি,অভিভাবক সহিদুর রহমান মুন্সি, মো: শরিফ খান প্রমুখ। এ ছাড়াও আলোচনা সভা ও ইফতার মাহফিলে এলাকার সাধারন জনগন, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।