স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট গাড়িতে হত্যা,অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় (মামলা নং ৫৬) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতা-কর্মীরা চাঁদপুর আদালতে হাজিরা নিয়মিত দিয়েছেন এবং ঘোষেরহাটে হত্যা ও নাশকতার মামলায় চার্জসীটভুক্ত পলাতক আসামী ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ ১০ বিএনপি নেতাকমীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে । সোমবার সকালে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের গাড়িতে অগ্নিসংযোগ জিআর ১৪৮ ও ও শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট গাড়িতে অগ্নিসংযোগ ও হত্যা এসটিসি ৭৬ মামলায় তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের হাজিরা দেন।
পূর্বের জামিন থাকায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের জামিন বহাল রাখে আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. দেবাশীষ কর মধু। আসামীপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. কামাল উদ্দিন, অ্যাড. শামছুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা।
এ সময় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট গাড়িতে অগ্নিসংযোগ ,নাশকতা ও হত্যা এসটিসি ৭৬ মামলায় পলাতক ১০ নেতা-কর্মী আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করা হয় । জেলহাজতে যাওয়া চাজসীটভুক্ত ১০ আসামীরা হলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিএনপির নেতা আবুল হাশেম রুশদী,চাঁদপুর সদর যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন কারী, বিএনপির নেতা আজমীর খান, আল আমিন,শাওন খান, নূরে আলম, ইসমাইল তালুকদার, মিন্টু মিজি ও সাদ্দাম হোসেন।