শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ডস্থ মেহের রেল স্টেশন বাজারে গত শুক্রবার দিবাগত রাত অনুমান ১টার সময় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় বেশ কিছু দোকান।
জানা যায়, আবদুল মালেকের হোটেল, মফিজ মিয়ার কসমেটিক্স দোকান, মোশারেফ হোসেনের ১টি কসমেটিক্স দোকান, নজির হোসেনের হোটেল ও মোঃ বিল্লাল হোসেনের কসমেটিক্স দোকানসহ ৫টি দোকান পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুন লাগলে স্থানীয় লোকজন শাহরাসত্দি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সৰম হয়। এদিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর করে।
গতকাল শনিবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, নূর মোহাম্মদ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। অপরদিকে ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর করায় শাহরাস্তি মডেল থানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করে।