হাসানুজ্জামান,
চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১১ জানুয়ারী শনিবার বেলা আড়াইটায় উপজেলার খিলা নামক স্থানে ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দুইটায় খিলা বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক খিলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং স্থানিয় জনতার সহযোগিতায় ভেসে যাওয়া লাশটি পানি থেকে উত্তোলন করেন। এসময় শত-শত মানুষের ভীড় জমে। এবিষয়ে খিলা বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পানি থেকে লাশটি উত্তোলন করি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। শাহরাস্তি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বলেন, খিলা বাজার পুলিশ ফাঁড়ি থেকে ইনফার্মেশন পেয়ে ঘটনাস্থলে আসি এবং বিস্তারিত জানি। তিনি সুরতহাল সম্পর্কে বলেন, লাশের গায়ে ৯টি গেঞ্জি ও শার্ট রয়েছে, বাঁ পায়ে একটি নূপুর, পকেটে দুটি চুঁড়ি, ডান হাতের গোড়ালিতে তাছবিহ প্যাঁচানো, পড়নে লুঙ্গি আর লুঙ্গির নিচে জিন্সপ্যান্ট রয়েছে । বয়স আনুমানিক ৪২/৪৩ বছর হবে। দাঁড়ি গোঁফ কাটা, মাথার চুলে কবল করা। গায়ে কোনো আঘাতে চিহৃ দেখা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান। এলাকাবাসী বলেন, অপরিচিত ব্যক্তিটি কোনো মস্তিষ্ক বিকৃত হতে পারে। তবে সে আশপাশের কেউ বা কারও আত্মীয় বলেও মনে হয়না। দূরের কোথাও থেকে পানিতে ভেসে আসা লাশের শরীরিক ও পরিধেয় বস্র বুঝা যায়, সে মাজার, মসজিদ মুখো মানুষ ছিলেন।