শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে মোঃ সেলিম (৪০) নামে এক কাচাঁ মালের ব্যবসায়ীকে ৩ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ এ রায় প্রদান করেন। থানা পুলিশ ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে জানা যায়, গত মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার বলরা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ সেলিম শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের কৈয়ার বাড়ির জনৈক গৃহবধুর সাথে অসামাজিক কজে লিপ্ত ছিল। ওই সময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। থানার উপ-পরিদর্শক (এসআই) ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার বিকালে তাদেরকে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে সেলিম মিয়াকে ৩ মাসের সাজা ও ওই গৃহবধুকে ১ হাজার টাকা জরিমানা করেন।