প্রতিনিধি
শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা গ্রাম হতে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ২২ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮ টায় খিলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ রকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃতঃ আবিদ আলীর পুত্র মোঃ আরব আলী (৫৫) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রোববার উপলতা জেলে বাড়ির সামনের রাস্তা হতে ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।